সদস্যের ধরণ

গঠনতন্ত্র পড়ে নিতে লিঙ্ক এ ক্লিক করুন

ছবিটি এ্যাসোসিয়েশন অফিসের কাজে ব্যাবহার করবে
No Choosen File
(Max 2 MB)

আমি নিম্ন নিম্নস্বাক্ষরকারী,

আবেদনকারীর পূর্ণ নাম (বাংলায়) লিখুন
আবেদনকারীর পূর্ণ নাম (ইংরেজিতে) লিখুন

মাটিরাঙ্গা পাইলট হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। আমি মাটিরাঙ্গা পাইলট হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (MPHSAA)-এর সদস্য হতে আগ্রহী। এই লক্ষ্যে আমি আমার বিস্তারিত তথ্য প্রদান করলাম।

একাডেমিক তথ্য বিবরণী

ব্যক্তিগত তথ্য

আচরণ বিধি 

১. সংগঠনের নিয়ম ও গঠনতন্ত্র মেনে চলা বাধ্যতামূলক। MPHSAA এর সদস্য হিসেবে প্রত্যেকে সংগঠনের গঠনতন্ত্র মেনে চলতে বাধ্য থাকবে এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে অবিচল থাকবে।

২. সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হবে কার্যকরী কমিটির মাধ্যমে এবং কমিটি কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্ত সদস্যগণ মেনে চলতে বাধ্য থাকবে।

৩. MPHSAA - এর যে কোন সদস্য ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সংগঠনকে ব্যাবহার করা থেকে বিরত থাকবে।

৪. যদি কোন সদস্য কর্তৃক সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে নৈতিক স্খলন / অনৈতিক কোন কাজের সাথে সম্পৃক্ততা প্রমাণিত হয় যা সংগঠনের ভাবমূর্তি নষ্ট করে সেক্ষেত্রে সংগঠন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।

৫. সংগঠনের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে প্রত্যেক সদস্য সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে বাধ্য থাকবে, যদি কোন সদস্যের সার্বিক কার্যক্রম সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে অথবা সংগঠনের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করে তবে সে ক্ষেত্রে সংগঠন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।

নিবন্ধন ফি পাঠানোর নিয়ম

নগদ অ্যাপ থেকে সেন্ড মানি করার নিয়মঃ

১. বিকাশ অ্যাপে বিকাশ পিন প্রদান করে প্রবেশ করুন
২. “Send Money / সেন্ড মানি” অপশনে ট্যাপ করুন
৩. 01316716123 নাম্বারটি সিলেক্ট বা টাইপ করুন
৪. এরপর কত টাকা সেন্ড মানি করতে চান তার পরিমাণ লিখুন
৫. এরপর Reference অপশনের নিচে mphsaa member লিখুন
৬. bKash পিন নাম্বার প্রদান করে এগিয়ে যান
৭. এরপর ট্যাপ করে রেখে সেন্ড মানি কনফার্ম করুন

নগদ অ্যাপ থেকে সেন্ড মানি করার নিয়মঃ

১. নগদ পিন প্রদান করে নগদ অ্যাপে প্রবেশ করুন
২.“Send Money / সেন্ড মানি” অপশনে ট্যাপ করুন
৩. 01818908199 নাম্বারটি সিলেক্ট বা টাইপ করুন
৪. এরপর কত টাকা পাঠাতে চান, তার পরিমাণ লিখুন
৫. এরপর Reference অপশনের নিচে mphsaa member লিখুন
৬. এবার আপনার নগদ চার ডিজিটের পিন প্রদান করুন

৭. এরপর ট্যাপ করে রেখে সেন্ড মানি কনফার্ম করুন

রকেট অ্যাপ থেকে সেন্ড মানি করার নিয়মঃ

১. রকেট পিন প্রদান করে রকেট অ্যাপে প্রবেশ করুন
২. “Send Money / সেন্ড মানি” অপশনে ট্যাপ করুন

৩. 017122744817 নাম্বারটি সিলেক্ট বা টাইপ করুন
৪. এরপর Reference অপশনের নিচে mphsaa member লিখুন

৫. এরপর কত টাকা পাঠাতে চান, তার পরিমাণ লিখুন
৬. এবার আপনার রকেট চার ডিজিটের পিন প্রদান করুন
৭. এরপর ট্যাপ করে রেখে সেন্ড মানি কনফার্ম করুন

No Choosen File
(Max 2 MB)

আপনার স্বাক্ষর টি লিখুন অথবা স্বাক্ষরের ছবি আপলোড করুন

No Choosen File
(Max 2 MB)