MPHSAA-এর আয়োজনে ইফতার মাহফিল ২০২৫

প্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,
পবিত্র রমজান উপলক্ষে মাটিরাঙ্গা পাইলট হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (MPHSAA) এক মহামিলনের ইফতার মাহফিলের আয়োজন করছে! আসুন, আমরা একসঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করি এবং বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করি।

📅 তারিখ: ১৭ মার্চ ২০২৫ (সোমবার) । ১৬ রমজান
📍 স্থান: মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তন

✅ অনুষ্ঠানের বিশেষ দিক:
🔹 প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা 🤝
🔹 বিদ্যালয়ের উন্নয়ন ও অ্যালামনাই কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় 📢
🔹 একসাথে ইফতার ও দোয়া মাহফিল 🍽️

🎯 আমাদের লক্ষ্য:
এই ইফতার আয়োজন শুধু খাবার ভাগাভাগির জন্য নয়, বরং এটি আমাদের বন্ধুত্ব, ঐক্য ও বিদ্যালয়ের প্রতি ভালোবাসার প্রতীক। আসুন, আমরা সবাই একত্রিত হয়ে এই মহতী আয়োজনে অংশ নিই!

📢 অংশগ্রহণ এর ফিঃ ১০০ টাকা
📞 যোগাযোগ: শাহেনাঃ 01316716123

🔔 আপনার উপস্থিতি নিশ্চিত করতে এখনই শেয়ার করুন এবং বন্ধুদেরও জানান!

💙 #MPHSAA #IftarMahfil2025 #RamadanBlessings #SchoolAlumni #TogetherWeGrow 🚀

Share your love